গৌরনদীতে একদিনে এককোটি টিকাদান কর্মসূচী “বিশেষ টিকা ক্যম্পেইন” সম্পন্ন


উদয়ন বার্তা প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২২, ৮:১০ অপরাহ্ন /
গৌরনদীতে একদিনে এককোটি টিকাদান কর্মসূচী “বিশেষ টিকা ক্যম্পেইন” সম্পন্ন

বরিশালঃ দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া শীঘ্রই শেষ হচ্ছে। আজকের বিশেষ ক্যাম্পেইনে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি।
গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ পরিচালনা করা হবে বলে জানান।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ দিনে টিকা নিতে জন্ম নিবন্ধন বা কোনও কাগজপত্র লাগবে না। মোবাইল নম্বর দিয়েই টিকা নেওয়া যাবে।
তারই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া ও পূর্ব শরিফাবাদ (কেবলার ভিটা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচীর উদ্ভোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, সহকারি কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, ইউপি সদস্য মোঃ হাসান আল মামুন ও ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমুখ।

উদয়নবার্তা/এসও/এফএ