বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ


উদয়ন বার্তা প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২২, ৭:৫০ অপরাহ্ন /
বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ

বরিশালঃ নিজের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ‘৫২-তে সোচ্চার হয় বাঙালি। প্রাণের বিনিময়ে অর্জন করে নেয় মাতৃভাষার অধিকার। ভাষার প্রতি এই ত্যাগ বিশ্বজুড়ে এক অনন্য নজির রেখেছে। যার ফলে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।
একুশের চেতনায় পৃথিবীর সকল ভাষাই থাকুক যত্নে। বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পুষ্পঅর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা করে এক মিনিট নীরবতা পালন করেন বরিশাল ২ আসনের বানারীপাড়া উজিরপুরের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বানারীপাড়া পৌরসভা, বানারীপাড়া থানা প্রশাসন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বানারীপাড়া উপজেলা শাখা,জাসদ, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, কৃষকলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, বানারীপাড়া প্রেসক্লাব, বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নতুন মুখ,কারিতাস বানারীপাড়া উপজেলা, খেলাঘর, বানারীপাড়া মানবাধিকার, প্রাথমিক শিক্ষক সমিতি,ইমারত শ্রমিক ইউনিয়ন, বানারীপাড়া স্পোটিং ক্লাব, ছাত্রঐক্য পরিষদ। এছাড়াও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।

উদয়নবার্তা/আঃআউ