গৌরনদীতে কৃষকের ভর্তুকির সার কালোবাজারে বিক্রির অভিযোগ!


উদয়ন বার্তা প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২২, ৩:৫০ পূর্বাহ্ন /
গৌরনদীতে কৃষকের ভর্তুকির সার কালোবাজারে বিক্রির অভিযোগ!

বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বিসিআইসির সারের ডিলার শিশির কুণ্ডুর বিরুদ্ধে সরকারের ভর্তুকির সার কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিসিআইসির সার ডিলার রয়েছেন ১০ জন। তাঁরা নির্ধারিত ইউনিয়নের জন্য বরাদ্দ ভর্তুকির সার চলতি ইরি-বোরো মৌসুমে অধিক মুনাফার জন্য অন্য ইউনিয়নে বিক্রি করছেন।

এ বিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, টরকী বন্দরের সারের ডিলার শিশির কুমার কুণ্ডুর গুদাম থেকে কালোবাজারে বিক্রির জন্য টরকী বন্দর ট্রলারঘাট থেকে প্রায়ই পাশের কালকিনি, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয় ভর্তুকির সার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিশির কুণ্ডু।
উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান বলেন, বরাদ্দ সার নির্ধারিত ইউনিয়নেই বিক্রি করতে হবে। অন্য উপজেলা ও ইউনিয়নে বিক্রি করা যাবে না। শিশির কুণ্ডুর ঘটনাটি ইউএনওকে জানানো হয়েছে।

ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদয়নবার্তা/কেকে/বরিঃ_ডেস্ক