গৌরনদীতে স্হানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত


উদয়ন বার্তা প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২২, ১২:০১ অপরাহ্ন /
গৌরনদীতে স্হানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

গৌরনদীঃ “জীবনের জন্য বিজ্ঞান
শেখ হাসিনার দর্শণ
সব মানুষের উন্নয়ন” এই শ্লোগান কে ধারণ করে বরিশাল জেলার গৌরনদী উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে স্হানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং উপজেলার সম্মুখে পদর্শনী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এর আয়োজনে গৌরনদী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বাস্তবায়নে রবিবার ০৬ জানুয়ারি ২০২২ ইং সকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিনচন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, BCSIR চীফ অফিসার সায়েন্টিফিক জন লিটন মুন্সী,সিনিয়র সায়েন্টিস্ট অফিসার মোঃ মোতালেব, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী সহ সাংবাদিক, মানবাধিকার কর্মি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী। পদর্শনীতে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

উদয়নবার্তা/অনিক সরকার