সে এবং তার আশ্চর্য সময়


উদয়ন বার্তা প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২২, ৬:০৪ অপরাহ্ন /
সে এবং তার আশ্চর্য সময়

সর্বশান্ত হওয়ার নেশায় ঘরছাড়া এক জন
নিঃস্ব হবে বলেই পথে নেমে যাওয়া তার
হে ঈশ্বর,
তুমিতো জানো,,
এই যে দেয়াল জুড়ে একটার পর একটা অপ্রাপ্তির স্কেচ এঁকে যাচ্ছে নিরলস সময়
এই যে সর্বস্ব হারিয়ে ভেঙেচুড়ে বসে থাকে তার স্বপ্নেরা সব
কোথাও তার এতটুকু আঁচড় পরেনা
যার দায়বদ্ধ থাকার কথা ছিলো
সেও মুখ ফিরিয়েছে আজ বহুদিন
চোখের ভেতরে আর দোলেনা লাল নীল সংসার
সেখানে ধূসর শূণ্যতা ঘিরে ধরে
মন পবনের নাও ভাসেনা অনুভূতির জলজোৎস্নায়
সেখানে গাঢ় অন্ধকার খেলা করে
যে স্বপ্ন ছুঁয়ে তুমুল বাঁচবে বলে ভেবে রেখেছিলো একদিন
সেই সব স্বপ্নেরা আজ শ্বাপদের মতো তাড়া করে ফেরে শুধু
রাত ঘুমেরা ফেরেনি আর
ভুল জানালায় বসে বসে দিন গোনে
সে এবং তার আশ্চর্য সময়,,,,
লেখক
ইয়াসমিন ফারজানা