বোমা, বন্দুক ও বোমা তৈরির সরঞ্জামসহ বোমা তৈরির পেশাদার কারিগর র‍্যাবের অভিযানে আটক


উদয়ন বার্তা প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ১০:১৪ পূর্বাহ্ন /
বোমা, বন্দুক ও বোমা তৈরির সরঞ্জামসহ বোমা তৈরির পেশাদার কারিগর র‍্যাবের অভিযানে আটক

বরিশালঃ বরিশালের গৌরনদীতে দেশীয় বন্দুক, বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ কবির মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৮)।

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত সোয়া ২ টায় উপজেলার লাখরাজ কসবা (রামসিদ্ধি পাকা রোডস্থ) সোবাহান সরদারের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, কবির মৃধা দীর্ঘদিন ধরে অস্ত্র, হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদির কারবার পরিচালনা করে আসছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭টি সদ্য তৈরি হাত বোমা, ১১৫টি কাচের মার্বেল, ৮৬৫ গ্রাম কাচের টুকরা, সাইকেলের বিয়ারিং বল ২ প্যাকেট, বিস্ফোরক ভর্তি ৬টি কলম, কালো টেপ ৪টি, দুই কালারের তার মোট ১৯ ফুট ৪ ইঞ্চি এবং ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে ও আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায়, তিনি একজন পেশাদার অস্ত্র চোরাকারবারি, বোমা তৈরির কারিগর।

বরিশাল র‍্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম জানান, আটক কবির মৃধার বিরুদ্ধে গৌরনদী থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উদয়নবার্তা/এসএমএফ